By: ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | Updated at : 09 May 2017 11:55 AM (IST)
DGP, West Bengal to arrest Just Karnan today @
— bhadra sinha (@BhadraSinha) May 9, 2017
SC described the offence committed by Just Karnan as grave and serious @htTweets — bhadra sinha (@BhadraSinha) May 9, 2017আজ সুপ্রিম কোর্টে সাত সদস্যের এক ডিভিশন বেঞ্চ এই মামলার রায়ে বলেন আদালত অবমাননার দায়ে বিচারপতি সি এস কারনানকে যদি জেলে পাঠানো না হয়, তাহলে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাবে। সাত সদস্যের ওই ডিভিশন বেঞ্চের প্রধান ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে.এস.খেহার। তাঁর কথায় আদালত অবমাননা করার কারও কোনও অধিকার নেই। এরপর গতকাল কারনানের বক্তব্য উল্লেখ করে, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল মনিন্দর সিংহ, সিনিয়র অ্যাডভোকেট কে.কে বেনুগোপাল এবং রুপিন্দর সিংহ সুরি শীর্ষ আদালতের রায়েকেই সমর্থন জানিয়ে বলেন কারনানের শাস্তির প্রয়োজন ছিল। পয়লা মে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ নির্দেশ দেয়, ৮ ফেব্রুয়ারির পর থেকে দেশের সমস্ত আদালত, ট্রাইবুনাল ও কমিশন বিচারপতি কারনানের কোনও নির্দেশ যেন কার্যকর না করে। এরপরও গতকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি-সহ সাত বিচারপতিকে ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারপতি সি এস কারনান। তার প্রেক্ষিতেই আজ তাঁকে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করে সুপ্রিম কোর্ট।
West Bengal News Live Updates: ডেঙ্গি আক্রান্ত হয়ে চন্দননগর হাসপাতালের চিকিৎসকের মৃত্যু
Tollywood Controversy: এবার আইনি পদে হাঁটার সিদ্ধান্ত ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের ! কী বলছেন ফেডারেশন সভাপতি ?
Recruitment Scam Case: ফের শিরোনামে, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ED-র সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিযুক্ত 'লিপস অ্যান্ড বাউন্ডস'
Hindu Monk Arrest Update: হিন্দু সন্ন্যাসীকে জেলবন্দি করে রাখার ছক বাংলাদেশের ? চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আরও মামলা দায়ের
WhatsApp: আইফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ ! কোন কোন আইফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ ? কবে থেকে ?
Bangladesh News: হিন্দুদের উপর হামলায় ব্যবস্থা না নিলেও, প্রতিবাদের মুখে ত্রিপুরায় ডেপুটি হাই কমিশনের কাজ বন্ধ করল বাংলাদেশ !
Tollywood Controversy: তিনমাসেও হল না সুরাহা ! টলিপাড়ায় ফের অসন্তোষের আঁচ
Dengue: আরও ভয়াবহ ডেঙ্গি, এবার প্রাণ কাড়ল চিকিৎসকেরও
Best Stocks To Buy: এই গ্রিন এনার্জি কোম্পানি পেয়েছে বড় অর্ডার, স্টক নিয়েছে দুর্দান্ত গতি, এখন কেনা উচিত ?